আনা আখমাতোভার কবিতা | ভাষান্তর : রিয়া রিয়া
আনা আখমাতোভার কবিতা | ভাষান্তর : রিয়া রিয়া

স্ফটিকের মতো

অন্ধকার,শীতল কূপের গভীরে

যেমন একটি স্ফটিক জ্বলজ্বল করে,

আমার মনেও একটি গভীর স্মৃতির ছায়া

আজও প্রজ্জ্বলিত –

যাকে আমি মুছতে চাইনা, মুছতে পারিনা।

আমি মনেকরি,

কেউ একজন আমার চোখের গভীরে তাকিয়ে আমার মনকে পড়বে।

তাঁর চিন্তাকেও দুঃখ গ্রাস করবে যেন সে কোনো শোকগাঁথা শুনছে।

আমি জানি,

ভীষণ রাগে, ঈশ্বর মানুষের পরিবর্তন করেছিলেন;

কিন্তু তিনি তাদের আবেগ, অনুভূতির পরিবর্তন করেননি,

তাদের কষ্টের দিনগুলো মনে জীবন্ত রাখার জন্য।

আমার স্মৃতির ভেতরে কিন্তু তুমিই আমাতে পরিবর্তিত হয়েছ,

আমার স্বর্গীয় দুঃখগুলোকে অবিনশ্বর রাখতে।



সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান